Entertainment

করোনা সারাতে হোমিওপ্যাথির ওপর বিশ্বাস রাখছেন অমিতাভ

হোমিওপ্যাথির ওপর ভরসা রেখেই অমিতাভ আরও বলেন, তাঁর এটাও বিশ্বাস যে করোনাকে প্রতিহত করতে ওষুধ আবিষ্কার হবে ভারত থেকেই। ভারতই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে।

করোনার ওষুধ কারও জানা নেই। গোটা বিশ্ব এখন এই ওষুধ তৈরির প্রচেষ্টায় মগ্ন। চলছে টিকা আবিষ্কার করার কাজও। ইতিমধ্যেই কিছু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন তাঁরা হয়তো টিকা পেয়েছেন। তবে তা এখনও পরীক্ষা সাপেক্ষ স্তরেই আটকে আছে। ফলে সেটাও এখনও নিশ্চিত নয় যে টিকা বার হয়েই গেছে। এই অবস্থায় শুক্রবার ট্যুইট করে করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি অগ্রণী ভূমিকা নিতে পারে বলে মতামত ব্যক্ত করলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।

Amitabh Bachchan
অমিতাভ বচ্চনের করা সেই ট্যুইট, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan

অমিতাভ জানিয়েছেন, তিনি মনে করেন হোমিওপ্যাথি একদিন করোনাকে সারিয়ে দিতে পারবে। হোমিওপ্যাথির ওপর ভরসা রেখেই অমিতাভ আরও বলেন, তাঁর এটাও বিশ্বাস যে করোনাকে প্রতিহত করতে ওষুধ আবিষ্কার হবে ভারত থেকেই। ভারতই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে। ভারত যাতে একাজে সফল হয় সেজন্য তিনি প্রার্থনা করবেন বলেও জানান ৭৭ বছরের মেগাস্টার। তিনি এটাও বলেন যে এই ওষুধ আবিষ্কার করে দেখাবে ভারতের আয়ুষ মন্ত্রক।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যদিও অমিতাভ বচ্চনের এই হোমিওপ্যাথির প্রতি ভরসা নেটিজেনদের খুশি করতে পারেনি। অমিতাভ এই পোস্ট করার পর অনেক কমেন্ট আসে। সেখানে একজন লেখেন, অমিতাভ বচ্চনের যদি করোনা হয় তিনি যেন কেবল হোমিওপ্যাথিই করান। অন্যজন ব্যঙ্গ করে তুলে আনেন অমিতাভ বচ্চনের কদিন আগের একটি বিতর্কিত পোস্ট। যেখানে অমিতাভ দাবি করেন যে মাছি থেকে করোনা ছড়ায়। যা পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নাকচ করে দেয়।

তবে সবাই যে বিরুদ্ধেই বলেছেন তা নয়। কেউ কেউ অমিতাভকে সমর্থনও করেছেন। তাঁরা অমিতাভ বচ্চনকে সমর্থন করে লিখেছেন তাঁদেরও বিশ্বাস ভারতই করোনা মহামারি থেকে বিশ্বকে রক্ষা করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *