Entertainment

মাছি থেকে করোনা ছড়ায়, অমিতাভ বচ্চনের দাবি নস্যাৎ করল স্বাস্থ্য মন্ত্রক

মাছি থেকে করোনা ছড়ায়। বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনের করা এই ট্যুইট নিয়ে হৈহৈ পড়ে। বিগ বি একটি হিন্দিতে বলা ভিডিও ট্যুইট করেন। তাতে তিনি বলেন, চিনের কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন মাছি করোনা বহন করে। কারণ যাঁর করোনা হয়েছে, তেমন রোগী মলত্যাগ করার পর সেই মলে করোনা ভাইরাস অনেকদিন পর্যন্ত নিশ্চিন্তে থাকত। হতে পারে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠলেন। কিন্তু তাঁর ত্যাগ করা মলে করোনা থেকে যায়। এবার মাছি গিয়ে সেই মলে বসার পর ফল, আনাজ বা খাবারের ওপর বসলে তা থেকে করোনা ছড়ায়।

অমিতাভ বচ্চন মাছি করোনা ভাইরাস বহন করে মানুষকে সংক্রমিত করতে পারে বলে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযানে গুরুত্ব দেন। তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অমিতাভ বচ্চনের এই ট্যুইট ঘিরে আলোচনা শুরু হয়। সত্যিই কী মাছি করোনা বয়ে বেড়ায়? এমন প্রশ্নও বিভিন্ন মহল থেকে উঠতে থাকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল করোনা নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় অমিতাভ বচ্চনের এই ট্যুইট নিয়ে প্রশ্ন ওঠে। লব আগরওয়াল জানান, তিনি অমিতাভ বচ্চনের ট্যুইট দেখেননি। পাশাপাশি জানান করোনা একটি সংক্রামক ব্যাধি। এটা কোনওভাবেই মাছি থেকে ছড়াতে পারেনা। ফলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকই খোদ জানিয়ে দিল মাছি থেকে করোনা ছড়ায় না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *