Entertainment

মনে হবে জনশূন্য প্রান্তরে হেঁটে চলেছি, অমিতাভ বচ্চনের গলায় আক্ষেপের সুর

অমিতাভ বচ্চনের গলায় আক্ষেপের সুর শোনা গেল। কতকটা কাব্যিক ভাবেই ব্যক্ত করলেন নিজের আক্ষেপের কথা। কি হল অমিতাভ বচ্চনের। কেন এমন সব কথা বললেন।

দিনগুলো খুব লম্বা মনে হবে। এ যেন একটা ভেজা বিশাল জনহীন প্রান্তর ধরে একা ধীর পায়ে হেঁটে চলা। যার মধ্যে আটকে পড়া। ক্লান্ত পা দুটোকে জোর করে টেনে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। অমিতাভ বচ্চনের গলায় এ কোন আক্ষেপের সুর! কেন এসব বললেন তিনি? কি তাঁকে এমন যন্ত্রণা দিচ্ছে?

অমিতাভ বচ্চনের অত্যন্ত জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি-র এই সিজন শেষের পথে। এটা শেষ হলে কাজ শূন্য হয়ে পড়বেন তিনি। এটা তাঁকে যন্ত্রণা দিচ্ছে। তাই কাজ না থাকাকে জনহীন প্রান্তর ধরে একা ধীর পায়ে হেঁটে চলার সমার্থক বলে দাবি করেছেন বিগ বি।

২০০০ সালে শুরু হওয়া এই টিভি শোটি কেবল জনপ্রিয়ই নয়, অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জড়িয়ে আছে অনুষ্ঠানটি। অমিতাভ বচ্চনও এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। ৮০ পার করেও যে কাজ অমিতাভ বচ্চনকে কতটা টানে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

অমিতাভ বচ্চনের তাই মন ভাল নেই। কাজ নেই মানে দিনটা বড় লম্বা তাঁর কাছে। এই বয়সে যেখানে মানুষ অবসর জীবন যাপন করে থাকেন, সেখানে তাঁর এই কাজের প্রতি অমোঘ আগ্রহ যুব সমাজকেও উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, কাজের প্রতি তাঁর আগ্রহ আত্মোৎসর্গের এক প্রতীক হয়ে থাকবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *