প্রথম মাইনে পেয়ে মা বাবার জন্য কি কিনেছিলেন, তারপর কি ঘটে, জানালেন অমিতাভ বচ্চন
যে কারও কাছেই জীবনের প্রথম মাইনে একটা স্বপ্নের মত হয়। অমিতাভ বচ্চন তাঁর জীবনের প্রথম মাইনে দিয়ে বাবা মায়ের জন্য কি কিনেছিলেন সেকথা অকপটে জানালেন।

অমিতাভ বচ্চন তাঁর প্রথম জীবনে কলকাতায় চাকরি করতেন। কলকাতাতেই তাঁর প্রথম চাকরি। চাকরি করে প্রথম মাইনে পাওয়া। সাফল্যের চুড়োয় পৌঁছেও সেই প্রথম পাওয়া মাইনে ও সেই টাকা দিয়ে বাবা মায়ের জন্য উপহার কেনার কথা তিনি ভুলতে পারেননি।
এমনকি উপহার কেনার পর কি ঘটেছিল সেটাও তাঁর স্পষ্ট মনে আছে। কৌন বনেগা ক্রোড়পতি নামে অনুষ্ঠানে তাঁর সেই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড কিংবদন্তি।
অমিতাভ জানান, কলকাতায় প্রথম চাকরি পাওয়া। প্রথম মাইনে। প্রথমবার মাইনে পাওয়ার পর তিনি স্থির করেন ওই টাকা দিয়ে বাবা মায়ের জন্য কিছু কিনবেন। যেমন ভাবা তেমন কাজ।
অমিতাভ বাবার জন্য একটা ঘড়ি কেনেন। আর মায়ের জন্য একটি শাড়ি। তারপর অফিসে ছুটি নিয়ে চড়ে বসেন ট্রেনে। বাড়ি ফিরে বাবার হাতে সেই ঘড়ি তুলে দেন। মায়ের হাতে তুলে দেন শাড়ি।
প্রথম মাইনের টাকায় বাবা মাকে দেওয়া সেই উপহারের আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ তাঁর বাবা ঘড়ির বাক্স খুলে দেখেন তাতে ঘড়ি নেই!
অমিতাভ জানান, তিনি কলকাতায় বেশ কয়েকজনের সঙ্গে একটি ঘরে থাকতেন। তাঁর বিশ্বাস তাঁদের মধ্যেই কেউ সেটা চুরি করেছিলেন। তবে সেদিন তিনি মনে মনে স্থির করেছিলেন যে জীবনে এমন কিছু করবেন যাতে বাবার জন্য একটা নয়, এমন ১০টা ঘড়ি কিনতে পারেন।