Entertainment

গান স্যালুটে চোখের জলে শেষ বিদায় অমলা শঙ্করকে

গান স্যালুটে শেষ বিদায় জানানো হল কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করকে। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান পরিবার থেকে তাঁর গুণমুগ্ধরা।

কলকাতা : বেলা ১২টার পর কসবার রাজডাঙার বাড়ি থেকে অমলা শঙ্করের দেহ বার করে আনা হয়। পুরো তদারকির দায়িত্বে ছিলেন পরিবার সহ রাজ্যের ২ মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। করোনা পরিস্থিতিতে অমলা শঙ্করকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামতে পারেনি। বহু মানুষ ইচ্ছা থাকলেও পৌঁছতে পারেননি দেহের কাছে। বর্তমান নিয়ম মেনে মুষ্টিমেয় মানুষের উপস্থিতিতেই দেহ ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়। তারপর গাড়ি রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে।

বেলা ১টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে কিংবদন্তি এই নৃত্যশিল্পীকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। মেঘলা দিনে গান স্যালুটের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তাঁর মেয়ে মমতা শঙ্কর সহ পরিবারের লোকজন। অমলা শঙ্করের অনেক গুণমুগ্ধই এদিন করোনার জন্য আসতে পারেননি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

শুক্রবার অমলা শঙ্করের জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার ঘুমন্ত অবস্থাতেই চলে গেলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হল তাঁর। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। তাঁর মেয়ে মমতা শঙ্কর এদিন ছিলেন তাঁর পাশে। মাকে হারিয়ে কার্যতই ভেঙে পড়েন তিনি। গত মাসেই অমলা শঙ্করের ১০১ বছরের জন্মদিন পালন করেন পরিবারের সকলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *