Entertainment

নায়ক পুষ্পা এখন মনভোলানো জুস

পুষ্পা সিনেমাটি পর্দায় আত্মপ্রকাশ করার পরই হইচই ফেলে দেয়। তার গানও সুপারহিট। সেইসব গান এখন মুখে মুখে ঘুরছে। সিনেমার নায়কে মজেছেন দেশের মানুষ।

‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রমোদী মানুষের মনে খুব দ্রুত জায়গা করে নিয়েছে। সিনেমার গানগুলি তো দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মুখে মুখে গুনগুন করছে। এমনকি সিনেমার নায়ক আল্লু অর্জুনের নাচের কয়েকটি ভঙ্গি ছোট থেকে বড় সকলেই কমবেশি নকল করছেন।

দক্ষিণী এই সিনেমার সাফল্য যথেষ্ট চিত্তাকর্ষক। বাহুবলীর পর দেশজুড়ে আলোড়ন ফেলা দক্ষিণী সিনেমা হল পুষ্পা। এবার সেই পুষ্পার নায়ক আল্লু অর্জুন হয়ে গেছেন নানা ধরনের জুস।

মুম্বই শহরে বান্টির একটি জুসের দোকান রয়েছে। ফলের রস পান করতে তাঁর দোকানে ভিড় লেগেই থাকে। বান্টি আবার আল্লু অর্জুনের অন্ধ ভক্ত। আল্লুর সব সিনেমার ডায়লগ পর্যন্ত তাঁর ঠোঁটস্থ। সেই বান্টি জুস সেন্টারে এখন গেলেই মেনু কার্ডে দেখা মিলছে আল্লু অর্জুনের।

একটা নয়, একাধিক নতুন জুসের নামকরণ হয়েছে আল্লুর নামে। বান্টির পছন্দের নায়ক এখন তাঁর দোকানের নানা জুসের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে গিয়েছেন।

শুধু জুস নয়, জুস যে বিশেষ ধরনের পাত্রে দেওয়া হয় সেই পাত্রেও রয়েছে চমক। পাত্রের গায়ে রয়েছে আল্লু অর্জুনের মুখ। সেইসঙ্গে পাত্রের গায়ে লেখা আছে আল্লুর বিভিন্ন সিনেমার চোখা চোখা ডায়লগ।

প্রসঙ্গত পুষ্পা: দ্যা রাইজ একটি কুলির কাহিনি। যে লাল চন্দনকাঠের চোরাচালানের একটি দলে কুলির কাজ করত। যেখান থেকে তার উত্থান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *