Kolkata

রামনবমী পালন করবে তৃণমূল

Published by
News Desk

রাজ্যে বিজেপির রামনবমী পালনকে কেন্দ্র করে অস্ত্র আইনে মামলা পর্যন্ত হয়েছিল। এবারও যদিও বিজেপি তৈরি রামনবমী পালনে। অন্যান্য বারের মত জাঁকজমক করেই তারা পালন করবে ওই বিশেষ দিনটি। দীর্ঘদিন ধরেই রামনবমী পালন করে আসছে বিজেপি। তাই তাদের জন্য এটা নতুন নয়। তবে এবার তৃণমূলও রামনবমী পালন করবে। বড় করেই।

রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকছে ভগবান রামের জন্মদিবস পালন। তৃণমূল কংগ্রেসের রামনবমী পালনের সিদ্ধান্তকে যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে আগামী ২৫ মার্চ রামনবমীর অনুষ্ঠান কে কেমন করে পালন করে আপাতত সেদিকেই চেয়ে রাজ্যবাসী।

Share
Published by
News Desk