Kolkata
আরবিআইয়ে সামনে সমাবেশ করল তৃণমূল

কথামতই বৃহস্পতিবার ফের বিধানসভা থেকে আরবিআই পর্যন্ত মিছিল করলেন তৃণমূল মন্ত্রী বিধায়কেরা। এদিন মিছিলে পা মেলান ববি হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায় সহ অনেকে। এদিনই আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল আরবিআইতে এজিএম-এ অংশ নিয়েছেন। সেজন্যই তাঁর কলকাতায় আসা। সেকথা মাথায় রেখেই গতকালের পর এদিনও নোট বাতিলের প্রতিবাদে আরবিআইয়ের সামনে সমাবেশ করলেন তৃণমূল মন্ত্রী বিধায়কেরা। এদিকে সামনের গেট দিয়ে না ঢুকে এদিন আরবিআইয়ের পিছনের গেট দিয়ে ভিতরে ঢোকেন উর্জিত। সাংবাদিকদের এড়াতেই নাকি অন্য কোনও কারণে এ কাজ? ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন তুলে আরবিআই গভর্নরের অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।