National

দলিত ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের অনশন, উপবাসে রাহুল

দলিতদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোমবার প্রতীকী অনশন করল কংগ্রেস। সোমবার সকাল ১০টা থেকে অনশন শুরু হয়। চলে বিকেল ৪টে পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তেই কংগ্রেস এই অনশন কর্মসূচি পালন করে। কংগ্রেস সভাপতি এদিন অনশনে বসেন রাজঘাটে। কংগ্রেসের অভিযোগ গত ২ এপ্রিল ভারত বন্‌ধ পালন করার পর থেকে দেশজুড়ে দলিতদের ওপর অত্যাচারের মাত্রা ছাড়িয়েছে। যারজন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। যদিও বিজেপির দাবি কংগ্রেস মিথ্যা প্রচার করছে।

এদিকে এদিনের উপবাস কর্মসূচিতে দলিত ইস্যু সামনে থাকলেও কংগ্রেস নেতৃত্ব আরও বেশ কিছু বিষয়কে এদিনের প্রতিবাদে সামিল করেছেন। যারমধ্যে রয়েছে প্রশ্ন ফাঁস, সংসদে তাঁদের কথা বলতে না দেওয়া ও ব্যাঙ্ক দুর্নীতির মত বিষয়।

এদিন রাজঘাটে রাহুল গান্ধী অনশন কর্মসূচিতে সামিল হওয়ার পাশাপাশি প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি তাদের রাজ্যে পালন করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *