Kolkata

রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্য জুড়ে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে। সেখানে তুমুল বৃষ্টি হতে পারে। বৃষ্টি দক্ষিণবঙ্গেও হবে। তবে কলকাতায় খুব বেশি বৃষ্টি হবেনা। আবার বৃষ্টি হবেনা এমনও নয়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার দিনভর তো বটেই এমনকি সারারাত বৃষ্টির পর বুধবার বেলা থেকে কলকাতা একটু শুকোনোর সুযোগ পেয়েছে। তবে বৃষ্টি যে একদম বন্ধ হবে তা কিন্তু নয়।

কলকাতায় বৃষ্টি কমলেও শুক্রবার ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার মহালয়ার দিন থেকে বৃষ্টি অনেকটা কমবে। বৃষ্টিতে এমনিতেই মাটি হয়েছে গত ২ দিনের পুজোর বাজার। ফলে মানুষ এবার তাঁদের শেষবেলার কেনাকাটাটা সারতে চাইছেন। পুজোর আর দেরি নেই। তাই পুজোর নতুন পোশাক কেনার জন্যও হাতে আর সময় নেই। বৃষ্টি এই সপ্তাহটা মাটি করে দিলে তা ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ হবে।

বৃষ্টি কিন্তু মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গে ভালই হচ্ছে। বিহারেও প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে তার একটা প্রভাব বিহার লাগোয়া বঙ্গে পড়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ু এ রাজ্যেও ভারী বর্ষণ করতে চলেছে। ফলে কলকাতায় না হলেও অন্য অনেক জায়গায় পুজোর প্রস্তুতি মার খেতে পারে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। মাথায় হাত পড়েছে তাঁদের। কারণ এখন প্যান্ডেলের শেষ কাজ চলছে। সেখানে বৃষ্টি যদি জল ঢেলে দেয় তবে কাজ সময়ে শেষ করা মুশকিল হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *