রবিবার ছিল মেঘলা আকাশ। সোমবার কাকভোর থেকে বৃষ্টি। তবে কী বর্ষা এসে গেল? প্রশ্নটা সকাল থেকেই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে উত্তরটা পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার জেরে সোমবার দিনভর আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টিও হবে। গরমও কিছুটা কমবে। কিন্তু এ বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। বর্ষা আসতে এখনও কয়েকদিন দেরি আছে। এদিন বেলা বাড়লে বৃষ্টি কমেছে। তবে আকাশের গুড়গুড় শব্দ থামেনি। মাঝেমাঝে বজ্রঝলকানিও চোখে পড়েছে। তবে বর্ষা না এলেও এদিনের বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে নিচ্ছেন শহরবাসী। শেষ ক’দিনের অসহ্য গরম থেকে এই রেহাইটাকে তাই বেশ তারিয়েই উপভোগ করেছেন সকলে।
Read Next
May 15, 2023
কলকাতায় ঝড়ের গতি শুনে হতবাক অনেকেই, ফের বৃষ্টি কবে মিলল পূর্বাভাস
May 15, 2023
মোকা সরতেই বৃষ্টির পরিবেশ তৈরি, কোথায় কবে বৃষ্টির মিলল পূর্বাভাস
May 13, 2023
একাধারে বৃষ্টি এবং তাপপ্রবাহ, সোমবার থেকে অন্য রূপ দেখাবে আবহাওয়া
May 11, 2023