বঙ্গোপসাগরে যে একটা নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে রাজ্যের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। গত বুধবার থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও তীব্র হবে বলেই পূর্বাভাস।
আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিমমুখী। তাই তার জেরে উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে। বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।