বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী দু’দিনে কলকাতায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী শনিবার বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলেই সতর্ক করা হয়েছে। তবে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছিল তা তার অভিমুখ কিছুটা ঘুরিয়ে বাংলাদেশের দিকে সরে গেছে। তবে ঝড় থেকে কিছুটা রেহাই মিললেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ তার শক্তি আরও বাড়িয়েছে। নিম্নচাপের জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস থাকলেও রেহাই পাচ্ছেনা উত্তর। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বুধবারই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বন্যার চেহারা নিয়েছে গোটা এলাকা।