Kolkata

রবিবারের পর আজও বৃষ্টির সম্ভাবনা

রবিবারের কালবৈশাখীতে গোটা দক্ষিণবঙ্গ লণ্ডভণ্ড। সেইসঙ্গে বেজায় খুশিও। টানা কয়েকদিন ধরে গুমোট গরম থেকে নিমেষে রেহাই দিয়েছে সোঁদা গন্ধ মাখা মরসুমের প্রথম কালবৈশাখী। প্রবল বৃষ্টিতে এক ধাক্কায় পারদ পড়েছে প্রায় ৫ ডিগ্রি। এদিকে রবিবারের অত ঝড়বৃষ্টির পর যাঁরা ভেবেছিলেন সোমবার থেকে যে কে সেই চড়া রোদ গরমে হাঁসফাঁস করতে হবে। তাঁরা ভুল। দক্ষিণবঙ্গের ওপর জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। ফলে সোমবার সকালেও মেঘ রোদের লুকোচুরি চলেছে। যেখানে আধিপত্য ছিল মেঘের। হাওয়ায় ছিল ঠান্ডা ভাব।

হাওয়া অফিসের পূর্বাভাস এর জেরে সোমবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমে নাজেহাল হওয়ার আগে যে কটাদিন এমন ঠান্ডা ঠান্ডা ভাব বজায় থাকে ততদিনই মঙ্গল বলে মনে করছেন আমজনতা। এরপর তো প্রাণান্তকর গরম অপেক্ষাই করছে আগামী ৩ মাস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *