বর্ষবরণে আবহাওয়া কেমন যাবে, ঠান্ডা না পারদ চড়বে, মিলল পূর্বাভাস
নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি সকলে। বড়দিন দারুণ ঠান্ডায় কাটানোর পর রাজ্যবাসী জানতে চান বর্ষবরণটাও কি এমনই উপভোগ্য হবে। উত্তর দিল পূর্বাভাস।
বেশ কয়েক বছর কাটার পর অবশেষে দারুণ একটা শীতল বড়দিন কাটিয়েছেন রাজ্যবাসী। বড়দিনের পর উৎসব বলতে বর্ষবরণের রাত আর নতুন বছরের প্রথম দিন। সকলেই জানতে চান এই সময় আবহাওয়া কেমন থাকবে। বর্ষবরণের রাত বা তার পরদিন সকালের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছেন মানুষজন। সেটা আরও উপভোগ্য হয়ে উঠবে পারদ নিম্নমুখী হলে।
কলকাতায় এবার ২ দিন ১২ ডিগ্রির পর ১৪ ডিগ্রিতে উঠে ফের ১৩ ডিগ্রিতে নেমেছে পারদ। আগামী ২ দিনও এমনই আবহাওয়া থাকবে। তারপর পারদ চড়বে বলেই পূর্বাভাস। ফলে নতুন বছরকে বরণ করে নেওয়ার রাত বা বছরের প্রথম দিনটা অপেক্ষাকৃত কম শীত থাকবে বলেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বুধবার থেকে পারদ চড়ার ইঙ্গিত পাওয়া গেছে। তারপর ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে। ফলে বড়দিনের ঠান্ডাটা বর্ষবরণে পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন কলকাতাবাসী। দক্ষিণবঙ্গ জুড়েই এই পারদ চড়া অনুভব করা যাবে।
পশ্চিমী ঝঞ্ঝার দাপট বৃদ্ধি কিছুটা ঠান্ডার পথে বাধা হতে পারে। তবে এমন গরমও হবে না যে বর্ষবরণের রাতটা আনন্দে কাটানোয় কোনও সমস্যা হবে। এদিকে দক্ষিণবঙ্গে পারদ চড়ার ইঙ্গিত পাওয়া গেলেও উত্তরবঙ্গে পারদ যেখানে ছিল সেখানেই থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পরিবর্তনের কোনও সম্ভাবনা আগামী ৭ দিনে নেই বলেই পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে নতুন বছরের শুরুতে একটু বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।













