State

৭ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, কলকাতার জন্য কি পূর্বাভাস

৭টি জেলার জন্য অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারও বৃষ্টি পিছু ছাড়ছে না। সোমবার কি হবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

সোমবার জন্মাষ্টমী। তার প্রস্তুতি রবিবার সকাল থেকেই তুঙ্গে। রবিবার থাকায় যাঁদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, তিথি পালিত হয়, তাঁরা দিনভর পুজোর কেনাকাটা, গোছগাছে মন দিতে পেরেছেন। একদিন আগে থেকেই তাই সাজ সাজ রব।

কিন্তু উৎসবের বড় কাঁটা হল বৃষ্টি। বৃষ্টিতে সব মাটি। জন্মাষ্টমীর প্রস্তুতিতে ব্যস্ত মানুষের জন্য কিন্তু খুব ভাল খবর দিতে পারেনি আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এরমধ্যে ৭টি জেলায় আবার রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। যে তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, ২ বর্ধমান, হুগলি, বীরভূম ও নদিয়া।

কলকাতায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার ও কোচবিহার ছাড়া বাকি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার জন্মাষ্টমীর দিন অবশ্য বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে বলেই পূর্বাভাস। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেক্ষেত্রে জন্মাষ্টমীর দিন কলকাতায় বৃষ্টি খুব বেশি হবেনা বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২ দিনাজপুর ও মালদায় সোমবার জন্মাষ্টমীর দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে জন্মাষ্টমীতে রাজ্যের কোথাও বৃষ্টি হবে, আবার কোথাও শুকনো কাটবে বলেই ধরে নেওয়া যেতে পারে।

Share
Published by
News Desk