Kolkata

ফের ঘনীভূত নিম্নচাপ, কাল থেকে শুরু বৃষ্টি

বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা গত কয়েকদিন ধরেই ডনবৈঠক দিচ্ছিল। তার দিকে কড়া নজরও ছিল আবহবিদদের। বুধবার সেই নিম্নচাপ অক্ষরেখাই গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। যার জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে।

শুরুতে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হলেও তা ক্রমশ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছেন আবহবিদেরা। আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। যা রবিবার পর্যন্ত বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়া দফতর। তবে নিম্নচাপের মতিগতি যদি বদলায় তাহলে এই পূর্বাভাসেরও বদল ঘটবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *