World

সিনেমা হলে ঢুকে পপকর্নে মজে গেল হরিণ, মুখে কাগজের কৌটো গেল আটকে

সিনেমা হলে সিনেমা দেখা আর সঙ্গে পপকর্ন একটা দুটো করে মুখে ফেলা। এ তো চিরন্তন বিনোদন। তাতেই এবার শামিল হল এক হরিণও।

Published by
News Desk

সবাই সিনেমা হলে প্রবেশ করে। বেশ খোশমেজাজেই থাকে। গল্প গুজব করে। পপকর্ন খায়। হয়তো এসব তাকে আকর্ষিত করেছিল। সিনেমা হলে কেমন লাগে সেটা তারও একবার পরখ করে দেখার ইচ্ছা মনে জেগেছিল।

দিনরাত জঙ্গলে গাছের ধারে ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত মনটা হয়তো একটা ঝাঁ চকচকে সিনেমা হলে ঘুরে আসতে চেয়েছিল। সেই ইচ্ছা মনের মধ্যেই চেপে না রেখে সে ঢুকেই পড়েছিল সিনেমা হলটিতে।

সেখানে ঢুকে একটু এদিক ওদিক চেয়ে একধারে তার নজর যায়। সেখানে একটি টেবিলের ওপর অনেকটা পপকর্ন রাখা ছিল। এবার সে এগিয়ে যায় সেদিকে।

পাশের কাউন্টারে থাকা মহিলা এত বিশাল একটি প্রাণিকে দেখে কার্যত নিথর হয়ে গেছেন। কোনওভাবে ফোন করে বাকিদের খবর পাঠানোর চেষ্টা করতে থাকেন তিনি।

যদিও তাতে কিছু যায় আসেনি ওই মুজ বা বিশেষ প্রজাতির হরিণটির। সে সটান হাজির হয় ওই পপকর্নের কাছে। তারপর শুরু হয় পপকর্ন খাওয়া। কতক নিচে পড়ে যায়। সেখান থেকেও চলে পপকর্ন খাওয়া।

এমনকি খাবার খেতে গিয়ে পপকর্ন যে মোটা কাগজের চৌকো জায়গায় দেওয়া হয় তা মুখের মধ্যে তার আটকেও যায়। চেষ্টা কিছুক্ষণ চলে সেটা মুখ থেকে ছাড়ানোর। তারপর তা না করতে পেরে অবশেষে সেটা মুখে আটকানো অবস্থাতেই মুজ হরিণটি হল থেকে বেরিয়ে যায়।

ওই পপকর্ন খাওয়া ছাড়া সে কিন্তু কোনও ক্ষতি করেনি। ঘটনাটি ঘটেছে আলাস্কার একটি সিনেমা হলে। যার ছবি হুহু করে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

Share
Published by
News Desk

Recent Posts