Entertainment

শ্বশুর হলেন ‘শিবা’ খ্যাত সুপারস্টার নাগার্জুনা

রূপোলী পর্দায় শিবা মুক্তি পাওয়ার পর নাগার্জুনার অভিনয় ‌যুবসমাজের ভাবনাই বদলে দিয়েছিল। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার রূপোলী পর্দায় আত্মপ্রকাশ মানেই হয়ে উঠেছিল হাউসফুল। সেই সফল নায়ক সদ্য শ্বশুরমশাই হলেন। তাঁর ছেলে নাগা চৈতন্য এখন তামিল সিনেমার নায়ক। সেই নাগা চৈতন্যের বিয়ে দিলেন নাগার্জুনা। পাত্রীও রূপোলী পর্দার ডাকসাইটে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। গত শুক্রবার তাঁদের হিন্দু মতে বিয়ের পর শনিবার হচ্ছে খ্রিষ্টান মতে বিয়ে। কারণ পাত্রী খ্রিষ্টান। ঝলমলে সেই বিয়ের অনুষ্ঠানে বরকর্তার ভূমিকায় দেখা গেছে নাগার্জুনাকে।

ছেলের বিয়ে বলে কথা! কোথাও কোনও ত্রুটি রাখেননি। এদিকে বিয়ের পরও তাঁর কাজ তিনি চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন সামান্থা। হাতে একগুচ্ছ ছবি। সেগুলো শেষ করতে হবে। অন্যদিকে নাগা চৈতন্যের হাতেও রয়েছে সিনেমা। তার আগে দাম্পত্য জীবনের রঙিন সূচনার বিয়ে নামক ঝলমলে অনুষ্ঠান স্মৃতির মণিকোঠায় তুলে রাখার মত করেই উপভোগ করলেন দুজনে।

(ছবি – সৌজন্যে – ফেসবুক – আক্কিনেনি নাগার্জুনা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button