Entertainment

১ হাজার একরের জঙ্গল দত্তক নিলেন অভিনেতা নাগার্জুন

১ হাজার ৮০ একরের একটি জঙ্গল। সেটির দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিলেন জনপ্রিয় অভিনেতা নাগার্জুন। সবুজায়নের পথে এক ধাপ এগোনোর এ এক মহান পদক্ষেপ।

তাঁকে সারা ভারত চেনে নায়ক হিসাবে। সিনেমার পর্দায় ভাল কাজ করতেই দেখে তাঁকে দেখে অভ্যস্ত মানুষ। এবার বাস্তব জীবনেও নায়কের মতই একটি কাজ করে দেখালেন তিনি।

তাঁর সিনেমা জীবনের সূত্রপাত হয়েছিল অনেক আগেই। কিন্তু শিবা নামে সিনেমা তাঁকে ভারত জোড়া পরিচিতি এনে দেয়।

এরপর আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে দক্ষিণী নায়ক নাগার্জুনের কথা বলা হচ্ছে। সেই নাগার্জুন এবার হায়দরাবাদের কাছে একটি ১ হাজার ৮০ একরের জঙ্গল দত্তক নিলেন।

বৃহস্পতিবার ছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর জন্মদিন। সেই বিশেষ দিনটিকে সামনে রেখে নাগার্জুন আনুষ্ঠানিক ভাবে এই জঙ্গল দত্তক নেওয়ার কাজটি সারলেন।

এদিন রাজ্যসভার সাংসদ জে সন্তোষ কুমার এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নিয়ে নাগার্জুন এই দত্তক নেওয়া জমিতে আক্কিনেনি নাগেশ্বর রাও আরবান ফরেস্ট পার্কের শিলান্যাস করেন।

আগামী দিনে এই সবুজ অরণ্যকে সাজানোর দায়িত্ব বর্তাবে নাগার্জুনের ওপর। তাঁর বাবা বিখ্যাত অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের নামানুসারেই নাগার্জুন এই পার্কের নামকরণ করেছেন।

এদিনের অনুষ্ঠানে নাগার্জুনের শিবা সিনেমার নায়িকা তথা তাঁর বর্তমান জীবনসঙ্গী অমলার ছেলে নাগা চৈতন্য সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সবুজায়ন ও সবুজ সংরক্ষণের জন্য যে ফান্ড তৈরি করছেন সেখানে ২ কোটি টাকাও দান করেন নাগার্জুন। নাগার্জুন গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ায় খুশি ব্যক্ত করেন সাংসদ সন্তোষ কুমার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button