World

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত বহু

Afghanistan Blastমঙ্গলবার সকালে কাবুলে রাষ্ট্রপতি ভবনের কাছে জোড়াল বিস্ফোরণ ঘটাল তালিবান জঙ্গিরা। জঙ্গিদের লক্ষ ছিল আফগানিস্তানের সুরক্ষা বাহিনীর সদর দফতর। পুলিশ জানিয়েছে, একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনায় তালিবান জঙ্গিরা। দিনের ব্যস্ত সময় হওয়ায় সেখানে তখন যথেষ্ট ভিড় ছিল। ফলে বহু মানুষের মৃত্যু হয়। আহত বহু। বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট। বিস্ফোরণের পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক সপ্তাহ আগেই তালিবানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। স্প্রিং অফেন্স নামে ফের বড় ধরণের আক্রমণ চালানোর কথা তখনই জানিয়েছিল তারা। এর ঠিক এক সপ্তাহের মধ্যেই খোদ রাজধানীর বুকে এমন বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালাল তালিবান। বিস্ফোরণের পর তালিবানের তরফে ঘটনার দায় স্বীকার করা হয়েছে। এমন আরও হামলা চালাবে বলেই হুঁশিয়ারি দিয়েছে তালিবান।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button