Sports

ছিল ব্রিজ, রাতারাতি হয়ে গেল দাবার বোর্ড

একটি ব্রিজ যে রাতারাতি দাবার বোর্ড হয়ে যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন হত। কিন্তু সেটাই হয়েছে। এই চমৎকার দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন।

দাবার বোর্ড সকলের চেনা। সাদা আর কালো চৌকো খোপে ভরা থাকে বোর্ড। মোট ৬৪টি খোপের মধ্যে ৩২টি সাদা খোপ, ৩২টি কালো খোপ। সেখানেই চলে রাজা, মন্ত্রী, নৌকা, ঘোড়া, গজ আর বোড়েদের লড়াই।

এই লড়াইয়ের অলিম্পিয়াড বসছে এবার ভারতের তামিলনাড়ুতে। মহাবলীপুরমে বসছে এই ৪৪ তম দাবা অলিম্পিয়াডের আসর। যার জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে তামিলনাড়ু।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এমনিতেই দক্ষিণ ভারতে দাবা খেলার চল বহু পুরনো। সেখান থেকে ভারতীয় দাবার অনেক প্রতিভা উঠে এসেছেন। খোদ কিংবদন্তি বিশ্বনাথন আনন্দই চেন্নাইয়ের বাসিন্দা। সেই দাবাপ্রেমী রাজ্যে বসছে দাবা অলিম্পিয়াড। তাই শহরের সাজগোজে কোনও ফাঁক রাখতে চাইছে না স্ট্যালিন প্রশাসন।

চেন্নাইয়ের বিখ্যাত নেপিয়ের ব্রিজ তাই রাতারাতি ভোল বদলে হয়ে গেছে দাবার বোর্ড। আসলে বিশাল ব্রিজটার পুরোটাই নতুন করে রং করা হয়েছে। যা করা হয়েছে হুবহু দাবার বোর্ডের মত।

ব্রিজের মাঝখান দিয়ে যাওয়া রাস্তাও একইভাবে দাবা বোর্ড রূপান্তরিত হয়েছে। চোখ ধাঁধানো সেই ব্রিজের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। যা দেখে অনেক দাবাপ্রেমী যেমন খুশি হচ্ছেন, তেমনই অনেকে এই চমৎকার বারবার করে দেখছেন।

এমনকি খোদ চেন্নাইতে মানুষজন হাজির হচ্ছেন এই ব্রিজে। অযথাই ঘুরে যাচ্ছেন সেখানে। কেবল ওই দাবা বোর্ডের সাজে সেজে ওঠা ব্রিজটা দেখার আশায়। ক্রিকেট পাগল ভারতে দাবার আসরকে সামনে রেখে এই তৎপরতা দাবা খেলার প্রতি নতুন প্রজন্মকে আরও উৎসাহ দেবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *