Sports

মহিলা রিপোর্টারের শ্লীলতাহানি, লাইভে ক্ষমা চাইলেন অভিযুক্ত

Published by
News Desk

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ কভার করতে আসা জার্মান চ্যানেলের এক মহিলা রিপোর্টার লাইভ রিপোর্টিংয়ে থাকাকালীন তাঁর শ্লীলতাহানি করেন এক রাশিয়ান ফুটবল সমর্থক। মহিলার বাঁ স্তন চেপে ধরে তাঁর গালে চুমু খান ওই সমর্থক। যা লাইভে সম্প্রচারও হয়ে যায়। পরে খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টার নিজের ক্ষোভ উগরে দেন সোশ্যাল সাইটে। এই ঘটনা গোটা বিশ্বের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার ৩ দিন পর অবশেষে জুলিয়েট গঞ্জালেজথেরান নামে ওই তরুণী রিপোর্টারের কাছে ক্ষমা চাইলেন অভিযুক্ত ব্যক্তি। ভিডিও কলে তাঁর সেই ক্ষমা চাওয়া সরাসরি সম্প্রচারিত হয় জার্মান চ্যানেলে। যে চ্যানেলের রিপোর্টার জুলিয়েট। ওই ব্যক্তি স্বীকারও করেছেন যে তাঁর সঙ্গে তাঁর বন্ধুর বেট হয়েছিল যে তিনি জুলিয়েটকে চুম্বন করতে পারবেন কিনা। তাই ওই রিপোর্টার লাইভে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন। আর লাইভ শুরু করার পর তিনি জুলিয়েটের গালে চুমু খান। তবে জুলিয়েটের স্তন চেপে ধরার কোনও পরিকল্পনা তাঁর ছিলনা বলে দাবি করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, স্তন নয়, জুলিয়েটের কাঁধ ধরতে যান তিনি। কিন্তু ভুলবশত স্তনের ওপর হাত চলে যায়।

এদিকে ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার পর ওই তরুণী রিপোর্টার তাঁকে ক্ষমা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি তাঁর কাজ পুরোদমে চালিয়ে যেতে চান।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts