বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিচ্ছেদ, ফের ট্রাম্পের দেশের চমকে দেওয়া পদক্ষেপ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নিয়ে চমকে দেওয়া পদক্ষেপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। যে পদক্ষেপ গোটা বিশ্বকে চমকে দিয়েছে। হু-এর বিরুদ্ধে অভিযোগও তুলেছে ট্রাম্প প্রশাসন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু যখন তৈরি হচ্ছিল তখন তারা ছিল অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ। কিন্তু সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। অথচ আমেরিকা হু-কে প্রচুর অর্থ সাহায্য করেছে। তাছাড়া করোনার সময়ও হু চূড়ান্ত ব্যর্থ। এমন একগুচ্ছ অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল তারা হু-এর সঙ্গে সব সম্পর্কে ইতি টানছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ আর তারা থাকছে না। এই মর্মে প্রয়োজনীয় কাগজপত্রও সই করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ কোভিডের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর প্রভাব ফেলেছে। সেগুলিরও সংশোধন করতে হবে হু-কে বলে জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হু-এর বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র থেকে আমেরিকা তাদের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পরও হু অসহযোগিতা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জাতীয় পতাকা ফেরত চাওয়ায় হু জানিয়েছে তারা তা ফেরত দেবেনা। কারণ আমেরিকার এই সদস্য পদ প্রত্যাহারে তারা এখনও মান্যতা দেয়নি।
পাশাপাশি ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হু-এর সঙ্গে বিচ্ছেদ মানে এই নয় যে তারা বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কোনও পদক্ষেপ করবেনা। তারা আগামী দিনে সরাসরি স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপ করবে। ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এবং অন্য নানা স্বাস্থ্য সংগঠনের সঙ্গে কাজ করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













