Health

ধারাবি-র উদাহরণ টেনে আশার আলো দেখাল হু

করোনা সংক্রমণ এখনও বেড়েই চলেছে। তারমধ্যেই মুম্বইয়ের ধারাবি বস্তির উদাহরণ টেনে আশার আলো দেখাল হু।

Published by
News Desk

মুম্বই : করোনা নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব? এত চেষ্টার পরও তো করোনা বেড়েই চলেছে! এমন প্রশ্ন যখন অনেক মানুষের মন ভেঙে দিচ্ছিল, তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আশার আলো দেখাল। আর সেই আশার আলো দেখাতে গিয়ে টেনে আনল মুম্বইয়ের বিখ্যাত বস্তি ধারাবি-র প্রসঙ্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস জানিয়েছেন, করোনা সংক্রমণ যতই খারাপ যায়গায় পৌঁছক না কেন সঠিক পদক্ষেপ নিতে পারলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।

হু-এর প্রধান এই বিষয়ে বলতে গিয়ে কিছু উদাহরণ তুলে ধরেন। যেখানে সঠিক পদক্ষেপ করে করোনা সংক্রমণ ছড়ানো আটকানো গেছে। তিনি ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের ধারাবি বস্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, এখানে সঠিক পদক্ষেপ করেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে এক সময় লাগাম পরানো সম্ভব হয়েছে।

টেডরস এধেনম গেব্রিয়েসস বলেন, মুম্বইয়ের ধারাবির মত ঘিঞ্জি এলাকাতেও টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং এবং করোনা আক্রান্তদের সঠিক চিকিৎসা করোনা চেনকে ভেঙে দিতে পেরেছে। আটকে দিতে পেরেছে আরও সংক্রমণ। দমিয়ে দিতে পেরেছে ভাইরাসকে। প্রসঙ্গত ইতিমধ্যেই বিশ্বের ৫ লক্ষ ৫৫ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়েছে করোনা। এখনও আমেরিকা, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু-র মত দেশগুলিতে সংক্রমণ বেড়েই চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts