World

৫২০০ বছর পুরনো নৌকার খোঁজ বদলে দিল একটা মহাদেশের ইতিহাস

৫ হাজার ২০০ বছর পুরনো নৌকা। যার কাঠও অবাক করে। সেই নৌকা কিন্তু বদলে দিল একটি মহাদেশ সম্বন্ধে ধারনা। সেখানকার মানুষের প্রাচীন ভাবনা।

জলের তলায় তো নানা আবিষ্কারের খোঁজে তল্লাশি অভিযান চলেই থাকে। তেমনই এক অভিযান চলার সময় একটি লেকের জলের তলায় পাওয়া গেল কাঠের নৌকা। ১টা নয়, প্রায় ১৬টি বিশেষ দর্শন কাঠের নৌকা দেখতে পাওয়া গেছে। যার এক একটির বয়স এক এক রকম।

এর মধ্যে সবচেয়ে পুরনো যে নৌকাটি রয়েছে সেটির বয়স ৫ হাজার ২০০ বছর। মিশরীয় সভ্যতার সময়ের সেই নৌকা আজও জলের তলায় ভাল অবস্থায় শুয়ে আছে। এই নৌকা উদ্ধার হয়েছে আমেরিকার উইসকনসিনের লেক মেন্ডোটা-র তলায়।

এই নৌকার খোঁজ উত্তর আমেরিকার ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। দেখা গেছে উদ্ধার হওয়া নৌকাগুলির কয়েকটিতে মাছ ধরার জালের নিদর্শন রয়েছে। মানে সে সময় এখানে বসবাসকারী মানুষ জলে ভেসে পড়তে জানতেন। মাছ ধরতেও জানতেন।

সেই সঙ্গে দীর্ঘসময় ধরে নৌকায় যেতে পারার কৌশল তাঁদের জানা ছিল। এটা অবশ্যই সেই সময়কে নতুন করে বুঝতে, সে সময়ের মানুষের জ্ঞান ও দক্ষতা সম্বন্ধে জানতে সাহায্য করবে। মনে করা হচ্ছে এই আবিষ্কার উত্তর আমেরিকা সম্বন্ধে সব ধারনা আগামী দিনে বদলে দিতে পারে।

এখানে যে নৌকাগুলি পাওয়া গেছে সেগুলির মধ্যে সবচেয়ে পুরনোটির বয়স যেমন ৫ হাজার ২০০ বছরের মত, তেমন সবচেয়ে সাম্প্রতিকটির বয়স ৭০০ বছর।

ফলে এটা পরিস্কার যে প্রায় সাড়ে ৪ হাজার বছর ধরে এমন নৌকা নিয়ে লেক মেন্ডোটায় ভেসে পড়ার অভ্যাস ছিল এখানকার স্থানীয় মানুষের। আর্থ ডট কম-এ খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *