১৪০ বছর পর ফিরে এল ঝড়ে হারিয়ে যাওয়া জাহাজ
প্রকৃতির খেয়ালে অনেকসময় কত কি হারিয়ে যায়। অনেককিছু হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। দিয়ে যায় বহু অজানা প্রশ্নের উত্তর। সমাধান হয় অনেক রহস্যের।

১৪০ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার সাক্ষী রইল উইসকনসিনের বেইলিস হারবার শহর। তাদের কাছে ফিরে এল হারিয়ে যাওয়া এক অদ্ভুত জাহাজ। ভূতুড়ে জাহাজ নামেই এখন যার পরিচিতি। কোনও এক ভয়ানক ঝড়ে সে উধাও হয়ে গিয়েছিল।
১৮৮৬ সালের ১৫ সেপ্টেম্বর মিশিগান থেকে আকরিক লোহা নিয়ে শিকাগোর দিকে রওনা দিয়েছিল এফজে কিং নামে একটি মালবাহী জাহাজ। পথে প্রবল ঝড়ে সেটি পথ হারিয়ে ফেলেছিল। ৮ থেকে ১০ ফুট উঁচু একেকটি ঢেউ জাহাজের ওপর এসে আছড়ে পড়েছিল সেদিন।
ভয়াবহ ঝোড়ো হাওয়ার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর পর জাহাজটি রাত ২টো নাগাদ জলে ডুবে যায়। সে সময় পাশ দিয়ে আরেকটি জাহাজ যাওয়ায় তারা ঘটনাটি স্বচক্ষে দেখে। তাদের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন ও তাঁর সহযোগী বেঁচে যান।
ঝড় থেমে যাওয়ার পর অনেক খুঁজেও জাহাজটির কোনও হদিশ মেলেনি। কয়েক দশক ধরে খোঁজার পর মিশিগান হ্রদে রহস্যজনক ভাবে হারিয়ে যাওয়া সেই ভূতুড়ে জাহাজের দেখা মেলে গত জুন মাসে।
গত ২৮ জুন উইসকনসিনের বেইলিস হারবারে জাহাজটির ভগ্নাবশেষ পাওয়া যায়। জাহাজটি ছিল ১৪৪ ফুট লম্বা। ১৮৬৭ সালে এই জাহাজটি তৈরি হয়েছিল। তবে এত আঘাতের পরেও জাহাজের বাইরের আবরণটি কোনভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
পূর্ববর্তী সব চেষ্টা বিফলে যাওয়ার পর সকলে এফজে কিং-কে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলেন। শেষে ১৪০ বছর পর তাকে খুঁজে পাওয়ায় সব জল্পনার অবসান হল। এতদিন কোথায় ছিল জাহাজটি? তার উত্তর অবশ্য এখনও ঠিকঠাক পাওয়া যায়নি।