World

১১ বছরের জিনিয়াস!

বাড়ির খুদে সদস্যটিও যে সকলকে চমকে দেওয়ার মত কিছু করে দেখাতে পারে তা অনেকেই বিশ্বাস করতে চান না। কিন্তু মাঝে মাঝে সেও হয়ে উঠতে পারে দুর্দান্ত। তাদের কার্যকলাপ মাঝে মাঝে ছাপ ফেলতে পারে সমাজের উপরও। যেমনটি দেখা গিয়েছে উইলিয়াম মেইলিসের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই খুদে মাত্র ১১ বছর বয়সে স্নাতকস্তরের গণ্ডি পার করে ফেলেছে। পাশ করে গিয়েছে কলা বিভাগে। ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ কলেজের সর্বকনিষ্ঠ স্নাতক সে। আগামী মাসেই ইউএসএফ-এর সঙ্গে যুক্ত হতে চলেছে উইলিয়াম। সেখানে সে উচ্চশিক্ষা লাভ করবে। উইলিয়ামের স্বপ্ন ১৮ বছরে ডক্টরেট সম্পূর্ণ করবে সে।

উইলিয়ামের এই অসামান্য সাফল্যের জন্য ইতিমধ্যেই সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। তার পরিবারও খুশি। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র উইলিয়াম। মাত্র ২ বছর বয়স থেকে অঙ্কে তুখোড়। ৪ বছরে বীজগণিত অনায়াসে কষে ফেলত সে। ৯ বছরে যখন সকলে চতুর্থ শ্রেণিতে যাওয়া শুরু করে, তখন উইলিয়াম কলেজ যাওয়া শুরু করে। আর ১১ বছরে স্নাতক হয়ে এখন তো নিজেই একটা ইতিহাস।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button