State

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল মা ও শিশু


নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে চড়েছিল গোটা পরিবার। এনজেপি ছেড়ে গন্তব্যে ছুটতে শুরু করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন তখন প্রায় রাঙাপানি স্টেশনের কাছে। সূত্রের খবর, সেই সময়ে ৩ বছরের মেয়েকে বাথরুমের সামনে দাঁড় করিয়ে রেখে মা ঢোকেন ট্রেনের বাথরুমে। মা বাথরুমে ঢোকার পর ছোট্ট মেয়েটি খেলতে খেলতে সম্ভবত সকলের অলক্ষ্যে ট্রেনের খোলা দরজার কাছে চলে যায়। ফলে ঘটে দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সে।


এদিকে তার প্রায় পরক্ষণেই মা বাথরুম থেকে বেরিয়ে দেখেন মেয়ে নেই। আতঙ্কে খোলা দরজার কাছে গিয়ে মেয়েকে না পেয়ে ট্রেন থেকে লাফ দেন মা। পরে অবশ্য মা ‌ও মেয়ে ২ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ২ জনকেই ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *