State

মেয়ের চোখ উপড়ানো দেহ উদ্ধার, গ্রেফতার মা

Published by
News Desk

এক শিশুর চোখ উপড়ানো দেহ উদ্ধার হয় মালদহের হরিশচন্দ্রপুরের ভৈরবপুর গ্রামের একটি ঝোপ থেকে। ৪ দিন আগে উদ্ধার হয়েছিল দেহটি। পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটির মা আকতারি বিবির সঙ্গে একাধিক পুরুষের বিভিন্ন সময়ে সম্পর্ক তৈরি হয়েছিল। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা অনেকদূর গড়ায়ও। সম্প্রতি গ্রামেরই এক যুবকের সঙ্গে তার ফের বিবাহ বহির্ভূত সম্পর্ক গভীর হয়। কয়েকদিন আগে ওই যুবকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন মেয়ের চোখে পড়ে যায় মা।

পুলিশ সূত্রের খবর, পুলিশের জেরার মুখে আকতারি বিবি ভেঙে পড়ে। জানায় ওই অবস্থায় মেয়ে দেখে ফেলায় সে মেয়েকে খুন করে। এরপরই আকতারি বিবিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের সময়ে পুলিশ দেখে তার বাঁ চোখ উপড়ে নেওয়া হয়েছিল। এই নৃশংসতা কি মায়েরই করা, নাকি এর পিছনে আরও অন্য কারও হাত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts