State

২ পরিবারে হাতাহাতি, ৩ জন হাসপাতালে

Published by
News Desk

বাড়ি তৈরি করা নিয়ে অশান্তি তুঙ্গে। ২ পরিবারের মধ্যে কথা কাটাকাটি শেষমেশ পৌঁছল হাতাহাতিতে। সেই হাতাহাতি রূপ নিল মারপিটে। এক পরিবারের লোক অপর পরিবারকে করল রক্তাক্ত। গুরুতর ভাবে জখম হলেন একই পরিবারের তিনজন।

ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নাথিনগর গ্রামে। আক্রান্ত ৩ জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

Share
Published by
News Desk