State

এক দড়ির দু’প্রান্তে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণ-তরুণীর দেহ

Published by
News Desk

গ্রামের ধারে জঙ্গল। সেই জঙ্গলের একটি গাছে মিলল দুই তরুণ-তরুণীর নিথর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুরের সাজিনায়। একটি গাছের ডালে একই দড়ির দুই প্রান্তে ঝুলছিল ২টি দেহ। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন সুখেরা বাগদী ও পম্পা বাগদী নামে ওই তরুণ-তরুণী।

তাঁদের পরিবারের দাবি, কিছুদিন আগেই মেয়েটির বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে। প্রতিবেশি তরুণের সঙ্গে তাঁদের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথাও স্বীকার করেছেন তাঁরা। তাঁদের ভালবাসা পরিবারের লোকেরা মেনে না নেওয়ায় সুখেরা ও পম্পা শেষপর্যন্ত এমন চরম পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk