শিলিগুড়িতে একটি আবাসনের উপরের তলার একটি ফ্ল্যাট থেকে আচমকাই বাজির আওয়াজ শুনতে পাওয়া যায়। ভাইফোঁটার দুপুরে সেই আওয়াজে স্থানীয় বাসিন্দারা তাকিয়ে দেখেন, ফ্ল্যাটের মধ্যেই দেদার পুড়ছে বাজি। আর তার আগুনের হল্কা বেরিয়ে আসছে জানলা দিয়ে। বৃষ্টিভেজা দিনে এমন এক দৃশ্যে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক অনুমান ওই ফ্ল্যাটে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল। আর তাতেই কোনও কারণে আগুন লেগে যায়। ফলে মজুত বাজি তার নিজের মত করে ফাটতে থাকে। তবে বাজির মধ্যে বেশ কিছু বোমা ফাটার আওয়াজ থেকে স্থানীয়দের ধারণা আলোর বাজির পাশাপাশি প্রচুর শব্দবাজিও মজুত ছিল। আগুনের শিখা অনেক সময়ই লেলিহান হয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। তবে ফ্ল্যাটে কোনও লোকজন ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।













