State

বাবাকে মদ খাইয়ে কিশোরী মেয়েকে ধর্ষণ

Published by
News Desk

মা মারা গিয়েছেন। বাবার সঙ্গে উত্তর ২৪ পরগনার বারাসতে থাকত বছর ১৪-র কিশোরী। অভিযোগ, গত সোমবার রাতে পাড়াপড়শিরা আঁচ পান কিশোরীর সঙ্গে কোনও অশালীন আচরণ হচ্ছে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পরে ৩ জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ৩ জনই ওই কিশোরীর বাবার বন্ধু। বাবাকে মদ খাইয়ে প্রায় বেহুঁশ করে তারপর তাঁর কিশোরী মেয়েকে বেশ কয়েকদিন ধরেই ধর্ষণ করছিল তারা। এদিন হাতেনাতে তা পাড়াপড়শির নজরে পড়ে যায়। ঘটনায় রীতিমত অবাক সকলে। কন্যাসমা মেয়েকে এভাবে ৩ ব্যক্তি কী করে দিনের পর দিন ধরে ধর্ষণ করল তা নিয়ে যেমন ধন্ধে সকলে, তেমনই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

Share
Published by
News Desk