State

সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন! প্রতিবেশিদের মারে কবুল শিক্ষকের

Published by
News Desk

১ লক্ষ টাকা দিয়েছে। আরও ২ লক্ষ টাকা দেওয়া বাকি। এই টাকার বিনিময়ে ৩ জন সুপারি কিলারকে ফিট করে সে। তারপর নিজেই বাড়ির দরজা খুলে ভাড়াটে খুনিদের ভিতরে ঢোকায়। তারাই খুন করে স্ত্রী মহুয়া ঘোষের দেহ কাটোয়ার পানুহাট এলাকার একটি দিঘিতে ভাসিয়ে দেয়। দেহ ফেলার আগে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মুখ। মৃতার পরিবারের দাবি একথা পুলিশের কাছে স্বীকার করেছে পেশায় শিক্ষক মহুয়া ঘোষের স্বামী উজ্জ্বল ভাস্কর।

এদিকে কয়েকদিন আগে এক মহিলার দেহ উদ্ধার হওয়ার পর তাঁর পরিচয় না জানতে পারায় দেহটি কাটোয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। উজ্জ্বল ভাস্করও নিয়মিত স্কুল করছিল। যেন কিছুই হয়নি। কিন্তু পাড়া প্রতিবেশিদের সন্দেহ হওয়ায় তাঁরাই এদিন চেপে ধরেন পাতাইহাট উচ্চবিদ্যালয়ের ইতিহাস শিক্ষক উজ্জ্বল ভাস্করকে। মারধরও দেওয়া হয়। এরপর প্রতিবেশিদের কাছে সব স্বীকার করে সে। পুলিশের কাছে সে স্বীকার করেছে ৩ বছর ধরে স্ত্রীকে খুনের পরিকল্পনা করছিল। উজ্জ্বল ভাস্করকে গ্রেফতার করলেও ৩ সুপারি কিলারের খোঁজ এখনও পুলিশ পায়নি। খোঁজ চলছে।

Share
Published by
News Desk

Recent Posts