
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার শালিমারের একটি প্লাইউড কারখানা। কারখানাটির হিটচেম্বারে এদিন বেলা ১০টা নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্লাইউড থাকায় আগুন দ্রুত ছড়াতে সুবিধা হয়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। তবে তদন্ত করে আগুন লাগার আসল কারণ খোঁজা হবে। এদিকে বৃষ্টিভেজা শালিমারে কারখানায় আগুন দেখে প্রথমে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারাই। জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন তাঁরা। তবে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে দমকলের বিশেষ পদ্ধতি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতনা।













