পুকুরে আগুন, বিশাল পুকুর জুড়ে দাউদাউ করে জ্বলল আগুনের লেলিহান শিখা
জলেও কি আগুন লাগে। আগুন নানা জায়গায় লাগতে পারে। কিন্তু নদী বা পুকুরে আগুন লাগতে পারে কি? পারে যে তা তো দেখাই গেল।

পুকুরে আগুন লেগে গেল। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে লাগল। আগুন এতটাই যে গোটা চত্বর জুড়ে আতঙ্ক ছড়ায়। বহু মানুষ পুকুরে আগুনের বিরলতম দৃশ্য দেখতে ছুটে আসেন।
পুকুরেও যে আগুন লাগতে পারে সেটা বোধহয় তাঁদের ধারনার বাইরে ছিল। ফলে আতঙ্কের পাশাপাশি হতবাক হওয়াটাও সমান তালে বজায় ছিল।
পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের বাসিন্দাদের কাছে এ এক অন্যতম আজগুবি ঘটনা। অথচ ভুল বলার জায়গা নেই। কারণ চোখের সামনে তাঁরা দেখছিলেন সেই ভয়ংকর আগুন পুরো পুকুর গ্রাস করে জ্বলছে।
গ্রামবাসীরা প্রাথমিকভাবে মনে করেছিলেন কেউ কিছু জ্বালিয়ে পুকুরে ফেলে থাকতে পারে। তার জেরেই আগুন। কিন্তু যখন তাঁরা দেখেন পুরো পুকুরটা জ্বলছে তখন তাঁরা অবাক হয়ে যান। এদিকে বিষয়টি জানার পরই দমকল ঘটনাস্থলে হাজির হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
কীভাবে পুকুরে আগুন লাগতে পারে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাস ২ আগে ওই পুকুরে একটি তেলবাহী লরি উল্টে গিয়েছিল। তেল মিশে যায় পুকুরের জলে। এদিকে গত ২ মাসে ওই পুকুরের জল কমেছে। এখন পুকুরের কাদামাটির সঙ্গে মিশে গেছে তেল। আর সেই তেলেই কোনওভাবে আগুন লেগে যায়।
ফলে গোটা পুকুরটাই আগুনের গ্রাসে চলে যায়। কারণ পুকুর জুড়েই তেল ছড়িয়েছিল। তবে এটা প্রাথমিক ধারনা। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।