বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গে রেহাই পাচ্ছেনা বন্যপ্রাণিরাও, জল নামছে ভুটান থেকেও
উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে দার্জিলিং থেকে মিরিক, সর্বত্র হাল বেহাল। ধস ইতিমধ্যেই অনেকের প্রাণ কেড়েছে। ব্রিজ ভেঙেছে। এরমধ্যেই আতান্তরে পড়েছে বন্যপ্রাণিরা।

উত্তরবঙ্গে একটানা বৃষ্টি আগেও বহুবার হয়েছে। তবে এবার যেন অন্যই রূপ ধারণ করল প্রকৃতি। রবিবার রাত থেকে একটানা ঝেঁপে বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। ভেঙে পড়েছে ব্রিজ। সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
অনেক সড়কের ওপর নদী বইছে। উত্তরের অধিকাংশ নদীর জল এমনভাবে বেড়েছে যা পরিস্থিতি আরও ভয়ানক করে তুলেছে। তিস্তা থেকে জলঢাকা, সবই ফুঁসছে। এখনও মনে করা হচ্ছে ২০টি প্রাণ কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ।
দার্জিলিং, কালিম্পং, মিরিকের হাল সবচেয়ে শোচনীয়। এদিকে এরমধ্যেই স্থানীয় মানুষের সঙ্গে সঙ্গে আতান্তরে পড়েছে বন্যপ্রাণিরা। উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে অনেক বন্যপ্রাণির বাস। সেখানে জঙ্গলগুলিতেও জল ভরতে থাকায় বন্যপ্রাণিরা তাদের এলাকা ছেড়ে অনেকেই সুরক্ষিত জায়গায় পালানোর চেষ্টা করছে।
গরুমারা অভয়ারণ্যে বন্যপ্রাণিদের হাল বেহাল। হাতিদের পাল পালানোর চেষ্টা করছে। খুঁজছে শুকনো জায়গা। এমন পরিস্থিতিতে বন্য বিধ্বস্ত মানুষকে রক্ষা করার জন্য উদ্ধারকাজ চলে।
কিন্তু এসব বন্যপ্রাণদের নিজেদেরই নিজেদের রক্ষার পথ খুঁজে নিতে হয়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর জল হুহু করে বাড়তে থাকায় সেই বাঁচার লড়াইটাই চালাচ্ছে অনেক প্রাণি।
উত্তরবঙ্গে এই ভয়ানক পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আরও বৃষ্টি অপেক্ষা করছে। সোমবারও টানা বৃষ্টি পাবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলি। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উদ্ধারকাজে বিঘ্ন ঘটবে।
এরমধ্যেই ভুটানে যে প্রবল বৃষ্টি হচ্ছে তার জলও নেমে আসছে ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। এই জল নদীগুলিকে আরও ভয়ানক করে তুলেছে।