বাংলার আকাশে এ কেমন বাতাস, রাতের ঘুম কাড়ল রিপোর্ট কার্ড
এ কেমন বাতাস যা রাজ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে। যে রিপোর্ট কার্ড সামনে এসেছে তাতে রাজ্যবাসীর আর স্বস্তির অবকাশ রইল না।

পশ্চিমবঙ্গে হলদিয়া শহর কেবল বাদ রয়েছে তালিকা থেকে। এছাড়া আর সব বড় শহরের নামই রয়েছে। যে তালিকায় রাজ্যের সবচেয়ে বড় শহর কলকাতাও রয়েছে। এছাড়া রয়েছে আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ির মত নানা শহরের নাম।
এই শহরগুলির বাতাসে কার্যত উড়ে বেড়াচ্ছে শ্বাসযোগ্য নয় এমন কণা। যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ মানেই হৃদরোগের আশঙ্কা বেড়ে যাওয়া, ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়া।
‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ জানাচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গত ৬ মাসের যে রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বাতাসের মান অত্যন্ত খারাপ।
‘সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড’-এর তথ্য ধরে তৈরি এই রিপোর্ট কার্ডে দেখা গেছে কেবলমাত্র হলদিয়া শহর বাদ দিলে পশ্চিমবঙ্গের আর সব বড় শহরের বাতাসই শ্বাসযোগ্য নয়। সবচেয়ে করুণ পরিস্থিতি আসানসোলের। সেখানকার বাতাসের মান সবচেয়ে খারাপ।
হলদিয়া বাদ দিলে কলকাতা সহ বাকি সব শহরের বাতাসের মানই ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস-এর মাপকাঠিতে পাশ করতে পারেনি। বাতাসের এই নিম্নমানের কারণে মানুষের হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে। শ্বাস নিতে সমস্যা হতে পারে।
রোগী, শিশু এবং বৃদ্ধদের সমস্যা বেশি করে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এমন বাতাসে শ্বাসপ্রশ্বাস নেওয়ার ফলে শারীরিক সমস্যা সংকটজনক রূপ নিতে পারে। ফলে পশ্চিমবঙ্গের গত ৬ মাসের বাতাসের মানের রিপোর্ট কার্ড কিন্তু স্বস্তিতে থাকতে দিল না রাজ্যবাসীকে। বিশেষত শহরের বাসিন্দাদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা