 
						দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলার পর অবশেষে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ শুরু হয়েছিল। বেশ কিছুদিন চলেও তা। এখন সেই কাজ প্রায় শেষের দিকে। কিন্তু অভিযোগ এদিন সকালে যখন পাওয়ার গ্রিডের কাজ করছিলেন কর্মীরা, তখন আন্দোলনকারীরা এসে তাঁদের কাজ বন্ধ করতে বলেন। বন্ধ হয়ে যায় পাওয়ার গ্রিডের কাজ। ফের তৈরি হয় অচলাবস্থা।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের দেওয়া প্রতিশ্রুতি মত আশপাশের গ্রামের উন্নয়নের যে কাজ রাজ্য সরকার করবে বলেছিল তা হচ্ছেনা। অথচ পাওয়ার গ্রিডের কাজ নিজের মত এগোচ্ছে। এখানেই তাঁদের আপত্তি। আগামী শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে জেলা প্রশাসনের এক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে এদিন নামখানায় দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।













