State

স্বামীর বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্ক, ভয়ংকর পরিণতি হল গৃহবধূর

Published by
News Desk

গলায় ধারাল অস্ত্রের কোপ পড়েছে। একের পর এক আঘাতের চিহ্ন হাতের আঙুলেও। এই অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন পূর্ব বর্ধমানের গোপীনাথপুরের বাসিন্দা এক গৃহবধূ। স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর এক বন্ধুর অবৈধ সম্পর্ক ছিল। শ্বশুরবাড়ির পাড়ারই ওই যুবকের সঙ্গে বাড়ির বউয়ের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর সঙ্গে অশান্তি শুরু হয়।

অশান্তি বাড়তে থাকায় বাপের বাড়ি চলে যান ওই গৃহবধূ। কিছুদিন আগে ফের ফিরেও আসেন। শ্বশুরবাড়িতে জানিয়েছিলেন ওই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে আসবেন। তাই করেওছিলেন। ওই যুবকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সংসার করছিলেন তিনি। কিন্তু বন্ধুর স্ত্রী তথা প্রেমিকার এই আচরণ মেনে নিতে পারেনি ওই যুবক। রাতের বেলা ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সে। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয়। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk