State

পাড়ার ছেলের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী যা করল!

Published by
News Desk

মধ্যমগ্রামের কাছে একটি খালের ধার থেকে বুধবার সকালে উদ্ধার হয় এক যুবকের হাত-পা-মাথা কাটা দেহ। দেহ উদ্ধারের পর পুলিশ জানতে পারে এই দেহ বছর ৩০-এর হাসান আলির। স্থানীয় ওই যুবক গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার অনেক খোঁজ করেও তাঁকে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করে। হাসান আলির এক প্রতিবেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, প্রতিবেশি হাসান আলির সঙ্গে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল গৃহবধূ আরজিনা বিবির। সেকথা তার স্বামীর জানা ছিলনা। কিন্তু গত মঙ্গলবার আচমকা বাড়ি ফিরে ঘরে ঢুকে চমকে যায় সে। দেখে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে হাসান আলি। এ দৃশ্য দেখার পর রাগে উন্মত্ত হয়ে হাসানকে কুপিয়ে হত্যা করে সে। তারপর তার হাত-পা-মাথা কেটে ফেলে আসে খালের ধারে। এই কাজে তাকে স্ত্রী আরজিনা বিবি সাহায্য করে বলেও অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk