State

পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, ১ বছরের মেয়েকে নদীতে ভাসিয়ে দিল মা

Published by
Shaoni Dutta

পিতৃ পরিচয় নিয়ে সন্দেহের জেরে প্রাণ গেল সিমলাপালের এক দুধের শিশুর। পুলিশি তদন্তে নিজে হাতে মেয়েকে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করল মা। ঘটনায় স্বামী স্ত্রী ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার বাঁকুড়ার সিমলাপালের জেলেরা শিলাবতী নদী থেকে একটি শিশুর দেহ উদ্ধার করে। জানা যায় স্থানীয় বাসিন্দা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কন্যা সন্তান ওই ১ বছরের শিশুটি। কি করে মায়ের পাশ থেকে শিশুটি নদীর জলে চলে গেল তা জানতে তদন্তে নামে পুলিশ।

জিজ্ঞাসাবাদ করা হয় শিশুটির মা তাপসী চট্টোপাধ্যায় ও বাবা সঞ্জীব চট্টোপাধ্যায়কে। জানা যায় শিশুটির পিতৃত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলত সঞ্জীব। তাপসীকে শিশুটির বাবা কে তা স্বীকার করতে বলত বারবার। এই নিয়ে দ্বন্দ্ব হওয়ায় গত শনিবার সকালে বালতিতে শিশুটিকে ভরে শিলাবতী নদীতে ভাসিয়ে দেয় তার মা। সন্দেহের বশে তাপসীর ওপর মানসিক চাপ তৈরি করায় গ্রেফতার করা হয়েছে সঞ্জীবকেও।

Share
Published by
Shaoni Dutta