State

নিজের রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচালেন ডাক্তার, অনন্য নজির বাংলায়

Published by
Shaoni Dutta

আমি আমার রোগীর জন্য সর্বস্ব করব একজন ডাক্তার হিসাবে আমার যা করা প্রয়োজন। যে কোনও ডাক্তারি পড়ুয়া এই হিপোক্রেটিক ওথ-এর সাথে পরিচিত। কিন্তু কর্মজীবনে এসে সেটা সত্যিই মেনে চলা কতজনের পক্ষে সম্ভব? অনেকে ভুলে গেলেও ভোলেননি শল্য চিকিৎসক অনুপম ব্যানার্জি। তাই রোগীর সঙ্কটে শুধু চিকিৎসাই নয়, নিজের রক্ত দিয়ে বাঁচালেন রোগীকে।

গত সোমবার বীরভূমের মুরারইয়ের বাসিন্দা হাসনেহারা বিবি পিত্তথলি ও পিত্তনালীতে পাথর নিয়ে ভর্তি হন মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে। দুপুরেই তাঁর অস্ত্রোপচার করেন ডাক্তার অনুপম ব্যানার্জি। নির্দেশ দেন ২ বোতল রক্ত দ্রুত দেওয়ার জন্য। রোগীর পরিবার দীর্ঘক্ষণ রক্তের খোঁজ করে শেষ পর্যন্ত ১ বোতল রক্ত জোগাড় করতে পারে। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বি পজিটিভ রক্ত অমিল।

খবর যায় ডাক্তারবাবুর কাছে। সময় অল্প। তাই ডাক্তারবাবু সিদ্ধান্ত নিতে দেরি করেননি। তাঁর নিজেরও যে বি পজিটিভ গ্রুপের রক্ত। দ্বিতীয় বোতল রক্ত হাসনেহারা বিবি পেলেন তাঁরই চিকিৎসক অনুপম ব্যানার্জির থেকেই। অক্ষরে অক্ষরে পালিত হল ডাক্তারি শিক্ষার সময়ে নেওয়া হিপোক্রেটিক ওথ।

Share
Published by
Shaoni Dutta