State

মহকুমা শাসকের দফতরের সামনে থেকে তাজা বোমা উদ্ধার

Published by
News Desk

সোমবারই শেষ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ। ফলে সকাল থেকেই দুর্গাপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমার হিড়িক পড়ে। প্রার্থীদের লাইন পড়ে যায়। এদিকে মনোনয়ন পেশকে কেন্দ্র করে মহকুমা শাসকের দফতরের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

তবু বহু যুবক ভিড় জমায় বলে অভিযোগ। এঁরা কেউ স্থানীয় নন এমন খবর পেয়ে পুলিশ তাঁদের সরে যেতে বলে। পরে পুলিশ লাঠি উঁচিয়ে তাঁদের দিকে তেড়ে গেলে কয়েকজন সেখান থেকে পালান। এদিকে মহকুমা শাসকের দফতরের পাশেই একটি গাছের তলা থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। যারমধ্যে ২টি তাজা বোমা রাখা ছিল।

Share
Published by
News Desk