State

প্রতিবেশি প্রৌঢ়ের লালসার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

Published by
News Desk

১০ টাকার লোভ দেখিয়ে নাবালিকার ওপর যৌন নিগ্রহ চালিয়েছে তারই এক প্রৌঢ় প্রতিবেশি। এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর দক্ষিণপাড়া এলাকায়। নিগৃহীতার পরিবারের দাবি, গত শুক্রবার পিসিরবাড়ি থেকে একাই বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। ফেরার পথে প্রতিবেশি পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির নজরে পড়ে যায় সে। অভিযোগ, নাবালিকাকে ১০ টাকার লোভ দেখিয়ে নিকটবর্তী কবরস্থানে নিয়ে যায় মাঝবয়সী ওই ব্যক্তি। মুখ চাপা দিয়ে নির্জন কবরখানায় সে ওই নাবালিকার ওপর যৌন অত্যাচার চালায় বলে দাবি নাবালিকার মায়ের।

তিনি পুলিশকে আরও জানিয়েছেন, ঘটনাচক্রে ওইসময় কবরখানার পাশ দিয়ে যাচ্ছিলেন তাঁদের এক আত্মীয়। হাতেনাতে ধরার আগেই ওই প্রৌঢ় পালিয়ে যায়। এরপর যৌন নির্যাতনের শিকার অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোক। রাতেই নাকাশিপাড়া থানায় অভিযুক্ত প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতকের খোঁজে চলছে তল্লাশি।

Share
Published by
News Desk