Kolkata

অঙ্গনওয়াড়ি, আশাদের ৫০০ টাকা ভাতা বৃদ্ধি, কাজ হারানো কারিগরদের ৫০ হাজার

অঙ্গনওয়াড়ি থেকে আশা কর্মী, কাজ হারানো কারিগর থেকে বীজ কিনতে না পারা কৃষক। রাজ্য বাজেটে এঁদের কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের প্রস্তাব ছিল এদিনের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেন। যাতে অন্তত ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশা কর্মীদেরও। এতে ৫০ হাজার আশা কর্মী উপকৃত হবেন বলে দাবি করেন অমিত মিত্র। পাশাপাশি নোট বাতিলের জেরে দেশের বিভিন্ন প্রান্তে কারিগরের কাজ করা বহু মানুষ কাজ হারিয়েছেন। কাজ হারিয়ে তাঁরা এখন রাজ্যে ফিরে এসেছেন। এঁরা যাতে ক্ষুদ্র ব্যবসা খুলেও রোজগার করতে পারেন সেজন্য এমন ৫০ হাজার মানুষের জন্য মাথাপিছু এককালীন ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজেটে এবার মাথায় রাখা হয়েছে বীজ কিনতে না পারা কৃষকদের কথাও। নোট বাতিলের জেরে অনেক কৃষক বীজ কিনতে পারেননি বলে দাবি করে অর্থমন্ত্রী এদিন ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের কথা প্রস্তাব করেছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *