Kolkata

মহানবমীতেও রেহাই দিল না বৃষ্টি

Published by
News Desk

সকালে কিছুটা রোদের আভা দেখা গিয়েছিল। আকাশ পরিস্কারও হচ্ছিল। যা দেখে নবমীতে চুটিয়ে ঠাকুর দেখার পরিকল্পনাটা গুছিয়ে নিয়েছিল আট থেকে আশি। কিন্তু সে সুখ বেশিক্ষণ সইল না। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের শুরু হল বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামানের উত্তর অংশে বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। বাদ যাবেনা উত্তরবঙ্গও। এই পূর্বাভাস নবমীর সকালেই মন খারাপ করে দিয়েছে বঙ্গবাসীর।

এদিন বেলা বাড়তেই কলকাতা জুড়ে শুরু হয় বৃষ্টি। এদিন বৃষ্টির প্রাবল্যও ছিল বেশি। অনেক জায়গায় কিছুটা জল জমে যায়। অনেক প্যান্ডেলের বিভিন্ন অংশ থেকে জলও পড়তে থাকে। বেশকিছু সুদর্শন প্যান্ডেল দর্শকদের জন্য সাজিয়েও ঢেকে দিতে বাধ্য হন উদ্যোক্তারা।

এদিকে বৃষ্টি কিছুটা কমলেও সম্পূর্ণ থামেনি। ফলে বৃষ্টি মাথায় করেই রাস্তায় বার হন মানুষজন। ফের একটা বছর পর পুজো। তার আগে এই নবমীর দিনটায় ঠাকুর দেখার কার্যত শেষ সুযোগ। তাই দুর্যোগ উপেক্ষা করেই রাস্তায় ভিড় জমতে থাকে। বৃষ্টিকে হারিয়ে যত বিকেল গড়িয়েছে ততই ভিড় দখল নিয়েছে রাজপথের। তবে যেসব প্যান্ডেল মাঠে হয়েছে সেখানে কাদা সামলাতে হিমসিম খেতে হয়েছে উদ্যোক্তাদের।

Share
Published by
News Desk