Kolkata

অপেক্ষায় ইতি, অঝোর ধারায় ভিজল শহর

চাতকের মত আকাশের দিকে চেয়ে অপেক্ষার সমাপ্তি। অবশেষে কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামল কলকাতায়। বৃষ্টি হওয়ার মত পরিবেশ কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল। জলটাই যা পরছিলনা। সেই অভাব এদিন কিছুটা হলেও পুষিয়ে দিয়েছেন বরুণদেব। এদিন বেলা গড়াতেই আকাশ কালো মেঘে ছেয়ে যেতে থাকে। বিকেলের মধ্যেই আকাশ জুড়ে জমাট ঘন কালো মেঘ বুঝিয়ে দিচ্ছিল এদিন বোধহয় আর ফাঁকি পড়ার আশঙ্কা নেই। বিকেল নামতেই বড় বড় ফোঁটায় ভিজতে শুরু করে শহরটা। মাটি থেকে গরম উঠে ক্রমশ ঠান্ডা হতে থাকে চারধার। শহর তখন অঝোর ধারায় ভিজছে। জুড়চ্ছে অস্বস্তিকর গরমের দীর্ঘ ক্লান্তি। প্রায় আধঘণ্টা টানা বৃষ্টি শহরের পারদ অনেকটাই নামিয়ে দিয়েছে। এক ঝটকায় প্যাচপ্যাচে গরম বিদায় নিয়ে সেখানে ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়েছে অফিস ফেরত মানুষজনের। বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ। যার হাত ধরে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু তার একদিন আগেই বিকেলের কলকাতা উপুসাপুটি ভিজল অঝোর বৃষ্টিতে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *