National

চলতি মরসুমে গরমে মৃত্যু শুরু, মহারাষ্ট্রে প্রাণ গেল ২ জনের

মার্চ মাস এখনও শেষ হয়নি। এখনও গরমের অনেককিছু দেখা বাকি। বাকি এপ্রিল, মে, জুনের দাবদাহ। তার আগেই দেশে গরমে মৃত্যুর ঘটনা শুরু হয়ে গেল। মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রবল গরম আগুন ঢালছে। শুরু হয়েছে তাপপ্রবাহও। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আকোলা এলাকায় এদিন দেশের মধ্যে সর্বোচ্চ গরম রেকর্ড হয়েছে। আকোলায় পারদ ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা। তার ঠিক পিছনেই রয়েছে ওড়িশার টিটলাগড়। এখানে পারদ চড়েছে ৪৩.৮ ডিগ্রিতে। এদিকে মহারাষ্ট্রের প্রায় অধিকাংশ জায়গাই এদিন প্রবল গরমের শিকার। মহারাষ্ট্রের শোলাপুর ও ঔরঙ্গাবাদ জেলায় ২ ব্যক্তির সানস্ট্রোকে মৃত্যু হয়েছে। এখানেও গরম ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এই সময়ে এমন গরম বহুকাল দেখেনি মহারাষ্ট্র। যে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁদের দুজনেরই বয়স ৬০-এর ওপর। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে শুধু মহারাষ্ট্র বলেই নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ ও গুজরাটের বিভিন্ন জায়গায় এদিন তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এই সময়ে এমন অস্বাভাবিক গরমে আতঙ্কিত এখানকার মানুষজন। তাঁদের আশঙ্কা, এখনই যদি এই হয় তাহলে গরমকালে কী অবস্থা হবে?  ভেবেই ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন সকলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *